শিরোনাম
সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকেও ক্যাফেতে ঢুকতে বাধা

প্রধানমন্ত্রীকেও ক্যাফেতে ঢুকতে বাধা

জাসিন্ডা আরডার্ন

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে গত বৃহস্পতিবার লকডাউন আরও শিথিল করেছে নিউজিল্যান্ড। সংক্রমণ ও মৃত্যু একেবারেই কমে যাওয়ায় লকডাউন  নেমে গেছে দ্বিতীয় স্তরে। এরই মধ্যে দেশটিতে করোনা মহামারী নিয়ন্ত্রণে আসার পর এই সপ্তাহে চালু হয়েছে রেস্তোরাঁ। কিন্তু সামাজিক দূরত্বের নির্দেশনার কারণে সীমিত সংখ্যক লোককে তারা ঢুকতে দিচ্ছে। আর তাই বসার আসন ফাঁকা না থাকায় রাজধানী ওয়েলিংটনের একটি রেস্তোরাঁ ফিরিয়ে দিল প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে সবার জন্য বিধিনিষেধ সমান। এমনকি প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের জন্যও একই নিয়ম। তাই রেস্তোরাঁ  থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়া হলো। গার্ডিয়ান।

সর্বশেষ খবর