সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

ব্রাজিলে প্রাণহানি ১৫ হাজার ছাড়াল

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ব্রাজিলে শনিবার আরও ৮১৬ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে সেখানে করোনায় প্রাণহানির সংখ্যা ১৫,৬৩৩ জন।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, আক্রান্তের সংখ্যায় এখন বিশ্বে চতুর্থ স্থানে ব্রাজিল। এতে আক্রান্তের সংখ্যায় স্পেন ও ইতালিকে ছাড়িয়ে গেল দেশটি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ব্রাজিলে এখন করোনায়  আক্রান্তের সংখ্যা ২,৩৩,১৪২ জন। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৪,৯১৯ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের  সংখ্যায় ইউরোপের ওই দেশ দুটিকে ছাড়িয়ে যায় ব্রাজিল। খবর সিএনএন

 

সর্বশেষ খবর