মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

ভেঙে পড়ছে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা

ভেঙে পড়ছে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা

চীন, ইতালি, যুক্তরাষ্ট্রের পর করোনায় মৃত্যুপুরী ব্রাজিল। গোটা লাতিন অঞ্চলে করোনা দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ইতালি, স্পেনকে ছাড়িয়ে গেছে। করোনা সংক্রমণে দেশটি এখন চার নম্বরে। গতকাল পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৬ হাজার ১১৮ জনের। সাও পাওলোর মেয়র জানান, করোনা রোগীতে দেশটির হাসপাতাল ভরে গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কোনো হাসপাতালেই আর রোগী ভর্তি করা সম্ভব হবে না। এরই মধ্যে ব্রাজিলের হাসপাতালের সক্ষমতার ৯০ শতাংশ রোগীতে ভরে গেছে। মেয়র আশঙ্কা করে বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি ভেঙে পড়তে পারে। শুধু আক্রান্ত নয় মৃত্যুতেও ব্রাজিলে অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। এখনো করোনার আসল চেহারা দেখেনি দেশটি। ব্রাজিলে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের তুলনায় দেশটিতে করোনা পরীক্ষার হার অনেক কম। সরকারি অনিচ্ছার কারণেই কভিড-১৯ পরীক্ষা কম হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ব্যাপকহারে পরীক্ষা করা যায় তাহলে আক্রান্তের সংখ্যা আরও অনেকটা বাড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করে বলেছিল, করোনা প্রাদুর্ভাবের পরবর্তী ‘হটস্পট’ হবে ব্রাজিল। সংস্থাটির সেই সতর্কতা এখন সত্যি হতে চলেছে।

সর্বশেষ খবর