মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন আরও শিথিল হচ্ছে ইউরোপের দেশগুলোতে

ইতালিতে খুলে দেওয়া হয়েছে বার, সেলুনসহ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান

করোনায় মৃত্যুর সংখ্যা নিয়মিতভাবে কমতে থাকায় ইতালি, স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ লকডাউন আরও শিথিলের পদক্ষেপ নিয়েছে। ইতালিতে দুই মাসেরও বেশি সময় ধরে লকডাউনের বিধিনিষেধ জারি থাকার পর গতকাল থেকে বার, সেলুনসহ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ফের খোলার অনুমতি দেওয়া হয়েছে। স্পেন মাদ্রিদ ও বার্সেলোনার বাইরে বিধিনিষেধ শিথিলের পদক্ষেপ নিয়েছে, ওইসব এলাকায় এখন থেকে সর্বোচ্চ ১০ জন লোক দলবদ্ধ হয়ে সাক্ষাৎ করতে পারবেন। মার্চে লকডাউনে যাওয়ার পর থেকে রবিবার ইতালিতে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে পর্তুগাল, গ্রিস, ডেনমার্ক ও আয়ারল্যান্ডসহ আরও বেশি কয়েকটি দেশ লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ নিয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর