মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

মাস্ক না পরলে জেল-জরিমানা

মাস্ক না পরলে জেল-জরিমানা

কাতার করোনা ঠেকাতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। মাস্ক না পরলে তিন বছর পর্যন্ত জেল এবং ৫৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার কঠোর শাস্তির বিধান করেছে দেশটি। রবিবার থেকেই এ আইন প্রযোজ্য হয় বলে জানিয়েছে গাল্ফ নিউজ। কেবল কেউ একা গাড়ি চালানোর ক্ষেত্রে এ থেকে ছাড় পাবেন। কাতারে ৩০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। যা দেশটির জনসংখ্যার ১১ শতাংশ। আর মারা গেছে ১৫ জন। কাতার কর্তৃপক্ষ রমজান মাসের এ সময়ে জনসমাগমের কারণে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কাতারে স্কুল, মসজিদ, শপিংমল, রেস্তোরাঁ সব বন্ধ  রয়েছে।

সর্বশেষ খবর