মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

মালয়েশিয়ায় আক্রান্তদের ৮০ ভাগই সুস্থ

গোটা বিশ্ব এখন করোনায় কাবু। তবে আশার কথা হচ্ছে কিছু কিছু দেশ ভাইরাসটি নিয়ন্ত্রণের দাবি করছে। আক্রান্তদের বেশির ভাগই সুস্থ হচ্ছে। মালয়েশিয়া দাবি করছে আক্রান্তদের ৮০ দশমিক ৮১ শতাংশই এখন সুস্থ। গতকাল টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

টুইটে বলা হয়, ১৭ মে পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৮৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৫৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ১১৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

 

সর্বশেষ খবর