বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ

অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ

প্রাণঘাতী করোনা ভাইরাসের তা-বে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ববাসী। এরই মধ্যে এ ভাইরাস প্রতিরোধে দিনরাত কাজ করে চলেছেন বিজ্ঞানী ও গবেষকরা। তাঁদের প্রয়াসে একের পর এক ভ্যাকসিন নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছেন বিশ্ববাসী। তার মধ্যে সবার চোখ ছিল অক্সফোর্ডের দিকে। কিন্তু করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটি নিয়ে হতাশার খবর জানিয়েছেন সেখানকার গবেষকরা। কভিড-১৯-এ আক্রান্ত বানরের ওপর পরীক্ষায় অকার্যকর হয়েছে তাদের তৈরি ভ্যাকসিনের ট্রায়াল।

এ ট্রায়ালের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ডের এ ভ্যাকসিন আসলে করোনাভাইরাস সারাতে কার্যকর নয়। তবে নিউমোনিয়ার মতো ঠা-াজনিত রোগ সারাতে পারে।

সর্বশেষ খবর