বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

ফের করোনা ঝড় ঠেকাতে মরিয়া চীন

আবার চাপে পড়েছে চীন। এক দিকে করোনা-তদন্তে বিশ্ব চাপ অন্যদিকে, দেশে নতুন করে সংক্রমণের শঙ্কা। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে ‘সহযোগিতা’ থাকার বার্তা দিয়ে আপাতত দেশের একাংশে লকডাউনকেই সামনে আনতে চাচ্ছেন প্রেসিডেন্ট শি জিন পিং। গত পরশু নতুন নির্দেশিকায় প্রেসিডেন্টের প্রশাসন জানিয়েছিল, অন্তত বেইজিং শহরে আর মাস্ক পরে বাইরে বেরোনোর প্রয়োজন নেই। করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। উহানে কিন্তু তিন দিন ধরে গণপরীক্ষা হয়েই চলেছে। শহরের মোট এক কোটি ১০ লাখ নাগরিকের প্রায় এক-তৃতীয়াংশের পরীক্ষা হয়ে গেছে। বাকিরা অপেক্ষায়। এরই মধ্যে ফের লকডাউনে দেশের উত্তর-পূর্বে জিলিন প্রদেশ। প্রথম করোনা-ধাক্কায় হুবেই প্রদেশে যখন প্রায় ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন, জিলিনে সংখ্যাটা তখন ১৩০-ও ছাড়ায়নি। এবার নয়া সংক্রমণ হতেই মাঠে প্রশাসন।  এখন দেশের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন   জিলিন শহর, মোট আক্রান্ত ৩৪। অন্যদিকে, হুয়েই সংস্থার বিরুদ্ধে ‘ট্রেড সিক্রেট’ চুরির মার্কিন অভিযোগ ঘিরেও দ্বন্দ্ব বহাল।

সর্বশেষ খবর