বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

কাশ্মীর নিয়ে তালেবানের উল্টো সুরে চমকে উঠল পাকিস্তান

কাশ্মীর সম্পর্কে তালেবানদের অবস্থান চিরকালই গোলমেলে। বারবারই উপত্যকায় পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু এবার তালেবানদের উল্টো সুরে চমকে উঠল পাকিস্তানসহ গোটা বিশ্ব। তাদের দাবি, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে নাকই গলাতে চান না তারা। তালেবানদের রাজনৈতিক শাখা ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের মুখপাত্র সুহেল শাহিন গতকাল একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কাশ্মীরে সমস্যায় তালেবান-যোগ বিষয়ে যে খবরগুলো মূলধারার সংবাদমাধ্যম তুলে ধরছে বারবার তা ভুল। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাতে হস্তক্ষেপই করতে চায় না তালেবান।’ অতীতে বারবারই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে, তালেবানরা ভারতের সঙ্গে কোনোভাবেই সুসম্পর্কে রাজি নয়। বলা হয়, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাইদ মনে করেন কাশ্মীর সমস্যা সমাধান না হলে এই সমীকরণ সহজ হবে না।

সর্বশেষ খবর