বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউনে কাটছে বন্ধ্যত্ব!

অনেক নারী ও পুরুষের জীবনের কঠিনতম পরীক্ষা হচ্ছে মা-বাবা হওয়ার যোগ্যতা। কিন্তু অনেকেই এই পরীক্ষায় ফেল করে অর্থাৎ বন্ধ্যা। অনেকে এটাকে অভিশাপও মনে করে। কিন্তু করোনা মহামারীর সময় লকডাউনে থেকে প্রাকৃতিকভাবেই বন্ধ্যত্ব থেকে সেরে উঠছেন নারীরা। এমনই বিস্ময়কর ঘটনা ঘটছে ভারতের পুনেতে। শুধু নারীরাই নয়, শারীরিক নানা সমস্যার কারণে যেসব পুরুষ বাবা হতে পারছিলেন না, তাদের অনেকেই আবার সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা ফিরে পেয়েছেন। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন। এতে জানানো হয়, ভারতে ২৪ মার্চ থেকে লকডাউন চলছে। ফলে চিকিৎসা নিতে পারছিলেন না বন্ধ্যত্বে ভোগা এক নারী। কিন্তু এপ্রিলের শেষ সপ্তাহে তিনি প্রাকৃতিক উপায়েই গর্ভধারণ করেন। এ জন্য তার আধুনিক ওষুধ ও ইনজেকশনের প্রয়োজন ছিল বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। কিন্তু বিস্ময়করভাবে তিনি স্বাভাবিকভাবেই গর্ভধারণে সক্ষম হয়েছেন। চিকিৎসক অমিত পাটানকর বলেন, আমাদের নয়জন রোগী বিস্ময়করভাবে গত দুই মাসে চিকিৎসা ছাড়াই গর্ভধারণ করেছেন।

তবে চিকিৎসকরা এর পেছনে কিছু কারণ দাঁড় করিয়েছেন।

 

সর্বশেষ খবর