শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা
ভেন্টিলেটর কেনায় অনিয়ম

গ্রেফতার বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী

গ্রেফতার বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী

ভেন্টিলেটর কেনায় অনিয়মের কারণে গ্রেফতার হয়েছেন লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাহাসভ। দেশটির বিশেষ বাহিনীর প্রধান কর্নেল ইভান রোহাসের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাহাসের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারীর মধ্যে ১৭০টি ভেন্টিলেটর কেনায় অনিয়মের অভিযোগ ছিল। দেশটির অন্তর্র্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনাইন আনেজ টুইটারে লিখেছেন, একটি স্প্যানিশ কোম্পানির কাছ থেকে ১৭০টি ভেন্টিলেটর কিনতে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পাওয়া তহবিলের ২০ লাখ ডলার খরচ করা হয়েছে।

সর্বশেষ খবর