শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

উহানে ৫ বছর নিষিদ্ধ বন্যপ্রাণী ভক্ষণ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী শহর উহানে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলো সব ধরনের অবৈধ বন্যপ্রাণী কেনাবেচা, শিকার ও খাওয়া। উহান কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দেয়। বন্যপ্রাণী নিষিদ্ধের তালিকায় রয়েছে যেকোনো ধরনের বন্যপ্রাণী, সংরক্ষণের তালিকায় থাকা জলজ প্রাণী, বন্দি অবস্থায় প্রজনন করে এমন প্রাণী। গত বছরের ৩১ ডিসেম্বর উহানেই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। বন্যপ্রাণী কেনাবেচা হয় উহানের একটি বাজার থেকেই ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে সাময়িকভাবে বন্যপ্রাণী কেনাবেচা নিষিদ্ধ করে চীন। এর আগে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লেও বন্যপ্রাণী কেনাবেচা সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল দেশটি। এদিকে, চীনের বিভিন্ন জায়গায় গোপনে বন্যপ্রাণী কেনাবেচা হচ্ছে বলে নানান প্রতিবেদন আসছে।

সর্বশেষ খবর