শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন আগে হলে যুক্তরাষ্ট্রে বাঁচত ৩৬ হাজার প্রাণ!

করোনাভাইরাস মহামারী ঠেকাতে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রের। এতে ফল মিলত বেশ। বেঁচে যেত অন্তত ৩৬ হাজার প্রাণ। কলম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণার বরাত দিয়ে গতকাল বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মার্চের মাঝে সামাজিক দূরত্ব এবং অন্য যেসব নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে তা সপ্তাহখানেক আগে করা হলে ৩৬ হাজার মানুষের প্রাণ যেত না। গবেষকদের দাবি, দেশজুড় যদি পয়লা মার্চে লকডাউন ঘোষণা করা হতো এবং কর্তৃপক্ষ সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে কঠোর হতো তাহলে হয়তো ৮৩ ভাগ মৃত্যু এড়ানো যেত। গবেষক দলের প্রধান জেফরি স্যামন বলেন, ‘এটা অনেক, অনেক বড় পার্থক্য। অল্প সময়ের ব্যাপার; মৃতের সংখ্যা অবিশ্বাস্যভাবেই কমতে পারত।’

সর্বশেষ খবর