শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

ক্যামব্রিজে আগামী শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে

যুক্তরাজ্য প্রতিনিধি

ক্যামব্রিজে আগামী শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে

২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত যুক্তরাজ্যের বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোনো মুখোমুখি ক্লাস অনুষ্ঠিত হবে না, সব ক্লাস হবে অনলাইনে। করোনাভাইরাস মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলতে এই পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিক্ষার্থীদের সব ক্লাস অনলাইনে হলেও ছোট শিক্ষার্থীদের দল মুখোমুখি টিউটোরিয়াল ক্লাস আয়োজন করা যাবে, যদি তা সামাজিক দূরত্ববিধি মোতাবেক আয়োজিত হয়। কভিড-১৯ সংক্রমণের কারণে এই শিক্ষাবর্ষে ক্যামব্রিজ ক্যাম্পাস বন্ধ রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিমালাতে পরিবর্তন আসলে সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, মহামারীর সময় পরামর্শের সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে চলছে বিশ্ববিদ্যালয়। সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক হওয়ায় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে আগামী শিক্ষাবর্ষ পর্যন্ত কোনো মুখোমুখি ক্লাস অনুষ্ঠিত হবে না। সব ক্লাস হবে অনলাইনে।

সর্বশেষ খবর