শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

হংকং নিরাপত্তা বিল চীনের পার্লামেন্টে অনুমোদন

হংকং নিরাপত্তা বিল চীনের পার্লামেন্টে অনুমোদন

হংকংসংশ্লিষ্ট বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন করেছে চীনের পার্লামেন্ট। এই আইনের মাধ্যমে অঞ্চলটির স্বায়ত্তশাসন খর্ব হতে পারে বিভিন্ন মহলের এমন আশঙ্কার মাঝেই গতকাল চীনের ন্যাশনাল পিউপিল কংগ্রেসে ২৮৭৮-১ ভোটে বিলটি অনুমোদন পায়। ভোটাভুটির ফল বড় পর্দায় ভেসে ওঠার পর গ্রেট হল অব দ্য পিউপিলে সমবেত আইনপ্রণেতারা উল্লাসে ফেটে পড়েন। খবর আল জাজিরা। সম্প্রতি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর উদ্যোগ নেয় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এই আইনে হংকংয়ে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা, সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়েছে। এর অধীনে হংকংয়ের আইন প্রণেতাদের বাদ দিয়েই এসব অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ। এতে স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কায় বিক্ষোভ শুরু করেছে হংকংয়ের বাসিন্দারা। গত বছর হংকংয়ে ব্যাপক বিক্ষোভের জেরে ওই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও এর প্রতিবাদে অঞ্চলটিতে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। আইনটির বিস্তারিত এখনো জানা যায়নি। তবে চীনা কর্তৃপক্ষ এবং বেইজিং সমর্থক হংকং সরকার ইতিমধ্যে এর পক্ষে অবস্থান নিয়েছে। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেছেন, এই আইনের মাধ্যমে অঞ্চলটির স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কা নেই। এই আইন নিয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে, বুধবার হংকংকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এর ফলে অঞ্চলটি আর বেইজিং থেকে স্বায়ত্তশাসিত নেই। মর্যাদা প্রত্যাহার করে নেওয়ায় অঞ্চলটির ওপর ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য সুবিধা বাতিলের সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ খবর