শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

জাতিসংঘের সাধারণ অধিবেশন নিয়ে অনিশ্চয়তা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

জাতিসংঘের সাধারণ অধিবেশন নিয়ে অনিশ্চয়তা

জাতিসংঘের ৭৫ বছর পূর্তি এবং ৭৫তম বার্ষিক সাধারণ অধিবেশন নিয়ে সদস্য রাষ্ট্রসমূহের সঙ্গে সলাপরামর্শ চলছে। ১৫ সেপ্টেম্বর নিউইয়র্কে সংস্থাটির সদর দফতরে এই অধিবেশন শুরু হওয়ার কথা। ২২ সেপ্টেম্বর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্য দিয়ে হাই লেভেল জেনারেল ডিবেট অনুষ্ঠিত হওয়ার কথা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শীর্ষনেতাদের বক্তব্য প্রদান এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা, পর্যালোচনা, পরবর্তী কর্মকৌশল নির্ধারিত হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেছে। এমনকি আদৌ সেই অধিবেশন হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বুধবার জানান, ‘সেপ্টেম্বরের ৭৫তম বার্ষিক সাধারণ অধিবেশন কীভাবে হবে তা নিয়ে সদস্য রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্টদের মধ্যে ওই অধিবেশন অনুষ্ঠান নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে।’  নিউইয়র্কে লকডাউন শুরুর দিনই বন্ধ হয়ে গেছে জাতিসংঘের সদর দফতর। অত্যন্ত জরুরি এজেন্ডা নিয়ে ভার্চুয়াল মিটিং হচ্ছে নিয়মিতভাবে। সশরীরে কেউই যাচ্ছেন না বিশ্বসংস্থার এই ভবনে। একইভাবে সদস্য রাষ্ট্রগুলোর মিশনগুলোও করোনায় বন্দী হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে মিশনগুলো কাজ করছে বলে এ সংবাদদাতাকে জানালেন বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি নূও এলাহি মিনা।

৭৫তম সাধারণ অধিবেশনের অনিশ্চয়তা নিয়ে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বলেছেন যে, করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্বনেতারা সশরীরে নিউইয়র্কে এসে শীর্ষ সম্মেলনে যোগদানে সক্ষম হবেন কিনা তা কেউই বলতে পারছি না। এ জন্য আমরা বিকল্প হিসেবে ভার্চুয়াল অধিবেশনের কথা ভাবছি। একইসঙ্গে জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও করা হতে পারে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি জাতিসংঘের ইতিহাসে এটাই প্রথম।

সর্বশেষ খবর