শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

ডব্লিউএইচও ফাউন্ডেশনের যাত্রা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বে উন্নত স্বাস্থ্যসেবায় অর্থায়নের লক্ষ্যে বুধবার বেসরকারি অনুদাননির্ভর একটি নতুন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। কভিড-১৯ মহামারী মোকাবিলায় যথাযথ ভূমিকা পালন না করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিশ্ব সংস্থাটির লাগাম টেনে ধরার হুঁশিয়ারির প্রেক্ষাপটে সংস্থাটির জন্ম হলো। ‘ডব্লিউএইচও ফাউন্ডেশন’ নামে সংস্থাটি সরাসরি জনহিতৈষী ও গণমানুষের অনুদানের অর্থে স্বাধীনভাবে পরিচালিত হবে। এ ফাউন্ডেশনের মাধ্যমে করোনাবিরোধী লড়াই চালাতে তহবিল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস গেব্রিয়াসাস। বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এনডিটিভি।

সর্বশেষ খবর