শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

সীমান্ত বিবাদে ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত

সীমান্ত বিবাদে ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত

‘মধ্যস্থতা করতে তৈরি আছি।’ ভারত-চীনের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় উত্তাপ ঠান্ডা করতে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তার আর প্রয়োজন হবে না, জানিয়ে দিল নয়াদিল্লি। শান্তিপূর্ণ সমাধান সূত্র  বের করতে ইতিমধ্যে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়ে দিল ভারত সরকার। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, সব কূটনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লি আর বেইজিংয়ে আমাদের কথাবার্তা চলছে। অর্থাৎ এই মুহূর্তে যে ওয়াশিংটনের এ বিষয়ে না এগোলেও চলবে, সে কথাই স্পষ্ট করে দিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি দায়িত্বশীল ও শক্তিশালী দেশ হিসেবে পড়শিদের সঙ্গে বিবাদ মেটানোর ক্ষমতা যে ভারতের রয়েছে তা পরোক্ষভাবে ট্রাম্প বুঝিয়ে দিল। লাদাখে ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’-এ চীনের সঙ্গে বিবাদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রীবাস্তব জানিয়েছেন, দেশের নিরাপত্তা নিয়ে  কোনো আপস করা হবে না। ভিডিও কনফারেন্সে ট্রাম্পের মধ্যস্থতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রীবাস্তবের ইঙ্গিতবহ মন্তব্য, “আমরা  বেইজিংয়ের সঙ্গে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা করছি। আশা করছি দুই দেশের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। এর জন্য কোনো তৃতীয় পক্ষের সাহায্যের প্রয়োজন হবে না।

সর্বশেষ খবর