শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

‘বিতর্কিত মানচিত্র’ পার্লামেন্টে পেশ করল না নেপাল সরকার

‘বিতর্কিত মানচিত্র’ পার্লামেন্টে পেশ করল না নেপাল সরকার

নতুন জমি নিজের বলে দাবি করে প্রকাশ করা নয়া মানচিত্র নিয়ে পিছু হটল নেপাল। বুধবার ওই মানচিত্রের সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার দরজা খুলে দিতে পার্লামেন্টে বিল পেশ করার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার তা করেনি। শাসকদলের অন্দরে বিরোধিতা ও বিরোধীদের আরও সময় চাওয়ায় নেপাল পার্লামেন্টে পিছিয়ে গেল নয়া মানচিত্র নিয়ে আলোচনা।

নতুন মানচিত্র নিয়ে কয়েকদিন ধরেই নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এককালের বন্ধু’  দেশটি যুদ্ধের হুঙ্কার পর্যন্ত দিয়ে ফেলেছে। দিনকয়েক আগেই ভারতীয় ভূখন্ডের লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানিকে নেপালের মানচিত্র দেখিয়েছে ওলি প্রশাসন। পাশাপাশি, সীমান্তে ভারতের তিনটি এলাকাকে নেপালেরই বলে দাবি করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার কাঠমান্ডুতে এমপিদের প্রশ্নের উত্তরে ওলি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি পার্লামেন্টকে আশ্বস্ত করতে চাই, লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানির মতো তিনটি এলাকার বিষয়টি চাপা পড়ে যাবে না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের অন্দরে ভারতের বিরুদ্ধে অতি-জাতীয়তাবাদী মনোভাবের জিকির তুলে নিজের মসনদ পোক্ত করার উদ্দেশ্য রয়েছে ওলির। তবে নয়া মানচিত্র নিয়ে নেপালের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে ওঠেনি।

সর্বশেষ খবর