শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা
অ ন্য খ ব র

এই তো জীবন!

এই তো জীবন!

‘এক বোতল ঠান্ডা বিয়ার পাওয়া যাবে?’ কভিড-১৯ থেকে সুস্থ হয়েই চিকিৎসক-নার্সদের দিকে প্রশ্ন ছুড়লেন বৃদ্ধা। বয়স ১০০ পেরিয়েছে। তাতে কী? শরীরে বার্ধক্য এলেও মনে-প্রাণে তো তিনি এখনো তরতাজা। একেবারে কুড়ির তরুণী। দিন কয়েক আগেই ১০৩ বছরের সেই তরুণী! করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে মারণ ভাইরাসকে জব্দ করে তিনি এখন পুরোপুরি সুস্থ। তাই করোনামুক্ত হওয়ার আনন্দ উদযাপনে হাসপাতালের বেডেই বিয়ারের বোতলে চুমুক দিলেন বৃদ্ধা। আর সে খবর প্রকাশ্যে আসতেই  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এযাবৎকাল বিশ্বজুড়েই বহু বয়স্ক মানুষের করোনামুক্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় একশো বা তার বেশি বয়সেরও অনেকেই রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের  জেনি স্টেনা নামে এক বুদ্ধা যা করলেন, তা বোধহয় এর আগে কেউ কখনো করেননি। করোনাকে হারিয়ে নার্সিংহোমের বেডে শুয়েই সশব্দে খুললেন বিয়ারের  বোতলের ছিপি। চুমুক দিলেন ঠান্ডা সেই পানীয়তে। তিনি  যে এখনো পুরোদমে জীবনকে উপভোগ করতে চান, বুঝলেন সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর