শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

ফের সংক্রমণ দক্ষিণ কোরিয়ায়

২ শতাধিক স্কুল বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে দক্ষিণ কোরিয়ায় স্কুল খুলে দেওয়ার একদিন পরই তা আবার বন্ধ করে  দেওয়া হয়েছে। দেশটির বুচিওন শহরে বৃহস্পতিবার দুই শতাধিক স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একটি স্কুলে দুই শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পরই স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এদিকে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গতকাল দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে সামাজিক দূরত্ব আরও কঠোরভাবে মেনে চলার নির্দেশ  দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সিউলের পশ্চিমে অবস্থিত বুচিওন শহরে বুধবার প্রথমদিন স্কুল খোলার পরই একটি প্রতিষ্ঠানে দুই শিক্ষার্থীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে ওই স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়। এরপরই সংক্রমণের আশঙ্কায় বুচিওনের ২৫১টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও দেশব্যাপী আরও পাঁচ শতাধিক স্কুল খোলার কথা থাকলেও সেগুলো এই মুহূর্তে খুলছে না বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ খবর