শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

লিবিয়া নিয়ে মুখোমুখি রাশিয়া-তুরস্ক

লিবিয়ার পূর্বাঞ্চলে যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া। মূলত যুদ্ধবাজ জেনারেল খলিফা হাফতারের সমর্থনে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে। তবে হাফতারকে সমর্থন করে না জাতিসংঘ। সংস্থাটি সমর্থন করে গভর্নমেন্ট অব ন্যাশনাল একর্ডকে (জিএনএ)। তুরস্কও হাফতারের বিরোধী। তুরস্ক ইতিমধ্যে জিএনএ সরকারের পক্ষে সৈন্য পাঠিয়েছে। কিন্তু রাশিয়ার এমন পদক্ষেপকে ভালভাবে নিচ্ছে না তুরস্ক। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড তথ্য জানতে পেরেছে যে, মাঠপর্যায়ে রাশিয়ার রাষ্ট্র মদদপুষ্ট প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টরদের সমর্থনে লিবিয়ায় সামরিক যুদ্ধবিমান মোতায়েন করেছে মস্কো। এসব যুদ্ধবিমানের ওপর রং করা হয়েছে। ফলে তা রাশিয়ার যুদ্ধবিমান তা চেনার উপায় নেই। লিবিয়ায় রাশিয়ার উপস্থিতির বিষয়ে মস্কো অস্বীকৃতি জানালেও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষক সামুয়েল রামানি বলেন, রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান লিবিয়ায় মোতায়েনের নতুন এই খবরে তুরস্কের সঙ্গে তাদের উত্তেজনাকে বৃদ্ধি করবে।

সর্বশেষ খবর