শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

ব্রিটেনে ২০ হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকিতে

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রায় আড়াই মাসের লকডাউন শেষে মধ্য জুন থেকে ব্রিটেনের সব ধরনের ব্যবসা পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে বিশ্বব্যাপী মহামারী করোনার নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে ব্রিটেনের ব্যবসাপ্রতিষ্ঠানে। করোনা মহামারীর প্রভাবে ব্রিটেনে অন্তত ২০ হাজার ছোট ও মাঝারি আকারের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে দ্য সেন্টার ফর রিটেইল রিসার্চ। এ কারণে হাইস্ট্রিট ব্যবসা থেকে ১০ লাখের বেশি মানুষ চাকরিচ্যুত হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে। লকডাউনের পর অনেক নামি-দামি ব্র্যান্ডকে হয়তো আর নাও দেখা যেতে পারে ব্রিটেনের হাইস্ট্রিটে। ব্রিটেনে করোনাভাইরাসের প্রথম শিকার হয়েছে ল্যুরা অ্যাশলি নামের এই ব্যবসাপ্রতিষ্ঠানটি। করোনার প্রভাবে ব্রিটেনে অন্তত ৭০টি শাখা বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাশলি।

সর্বশেষ খবর