শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

হংকং ছাড়তে চান অনেক বাসিন্দা

হংকংয়ে আরও বেশি গণতন্ত্রের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চলছে। এর মধ্যে বৃহস্পতিবার হংকংয়ের জন্য একটি আইন তৈরির প্রস্তাব পাস করেছে চীন। আগামী বছরের শুরু থেকে হংকংয়ে এই আইন কার্যকর করতে চায় চীন। এই আইনে বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালানো, সন্ত্রাসবাদ ও হংকংয়ের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এমন কাজের জন্য শাস্তির বিধান রাখা হবে। হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা আশঙ্কা করছেন, এই আইন হংকংয়ের ওপর বেইজিংয়ের ক্ষমতা আরও বাড়াবে।

সর্বশেষ খবর