শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে থানায় আগুন

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে থানায় আগুন

যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে প্রায়ই কৃষ্ণাঙ্গ নির্যাতন ও হত্যার অভিযোগ ওঠে। এই বর্ণবাদী আচরণের জন্য আন্দোলনও হয়। এর মধ্যে গত দিন চারেক আগে মিনিসোটায় জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে প্রকাশ্যে রাস্তায় শ্বাসরোধ করে হত্যা করে পুলিশ। এর প্রতিবাদে রাজ্যটির রাজধানী মিনিয়াপলিসে চলছে ব্যাপক আন্দোলন। গতকাল সেখানকার থানাতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা -এএফপি

নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিস। ইতোমধ্যেই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এ হত্যাকান্ডের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশের নির্মমতার চিত্রই ফুটে উঠেছে। এ হত্যার প্রতিবাদে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা মিনিয়াপলিসের একটি থানায় আগুন জ্বালিয়ে দেয়। ওই অগ্নিসংযোগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিবিসি জানিয়েছে, টানা বিক্ষোভের তৃতীয় রাতে মিনোপোলিস শহরের পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের পর থেকে শহরটির মানুষ বিক্ষোভ করছেন। এর আগেও শহরের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেন তারা।

সর্বশেষ খবর