সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেবে না : অমিত শাহ

সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেবে না : অমিত শাহ

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এর আওতায় কারও নাগরিকত্ব  কেড়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বরং এই আইনে নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি হয় শনিবার। এ উপলক্ষে ভারতের হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’কে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। গত বছরের ডিসেম্বরেই ভারতের সংসদে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন। যদিও কংগ্রেস, তৃণমূল, সিপিআইএমসহ বিরোধী দলগুলোর দাবি ধর্মের ভিত্তিতে করা এই নতুন নাগরিকত্ব আইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইন প্রত্যাহারের দাবিও জানায় বিরোধীরা। এমনকি নতুন এই নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, মেঘালয়, আসামসহ গোটা দেশে বিক্ষোভ, প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। তাতে একাধিক মানুষের মৃত্যু হয়। এরই মধ্যে গত মার্চ থেকে করোনার আবহে ভারতে শুরু হয় লকডাউন, যা এখনো চলছে। আর এরপর থেকেই এই প্রতিবাদের ঝাঁজ অনেকটাই কমে যায়।

এমন এক পরিপ্রেক্ষিতে অমিত শাহ এদিন বলেন, ‘আমি বহুবার বলেছি, সংসদে দাঁড়িয়েও বলেছি যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত। সংখ্যালঘু ভাইবোনসহ সব দেশবাসীকেই আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে, সংশোধিত নাগরিকত্ব আইন কারও নাগরিকত্বে আঘাত হানবে না। নতুন আইনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনো শর্তই আরোপ করা নেই। বরং এতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যারা পার্শ¦বর্তী রাষ্ট্র থেকে (বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান) প্রতারিত হয়ে ভারতে এসেছেন তাদেরই নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে।’ এদিকে, সরকার যে কোনো পরিস্থিতিতেই ভারতের মর্যাদা ক্ষুণœ হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-চীন সীমান্তে উত্তেজনা চলার মধ্যেই শনিবার এ হুঁশিয়ারি দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর