সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

ভারতে এক দিনে ৮ হাজারের বেশি শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় আট হাজার ৩৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে  আরও ১৯৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এনডিটিভি।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর ভারতে এই প্রথম একদিনে করোনা শনাক্তের সংখ্যা আট হাজার ছাড়াল। গত তিন দিনের রেকর্ড সংক্রমণের নিরিখে ভারত এখন করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় ৯ নম্বরে রয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৪৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে। বিবিসি জানিয়েছে, আক্রান্তদের ৮০ ভাগই মহারাষ্ট্র, তামিলনাডু, দিল্লি, গুজরাট ও মধ্য প্রদেশের বাসিন্দা।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর