শিরোনাম
সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

ব্রাজিলে এক দিনে ৩৩ হাজার শনাক্ত!

বিশ্বের সব দেশকে পেছনে ফেলে একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে শনিবার সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটিতে ৩৩ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ, ৯৮ হাজার ৪৪০ জন। শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৯৫৬ জন। সবমিলে ব্রাজিলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৪ জনে।

মৃত্যুর সংখ্যা বিচারে ব্রাজিল এখন চতুর্থ অবস্থানে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির পরেই দেশটির অবস্থান। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে করোনা পরীক্ষা করা হলে আক্রান্তের প্রকৃত সংখ্যা এর চেয়ে ১৫ গুণ বেশি হতে পারে। করোনা মোকাবিলায় দেশটির গভর্নর ও মেয়ররা কঠোর পদক্ষেপ নিলেও প্রেসিডেন্ট জায়ের বলসোনারো অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করে সমালোচনা করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর