সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

ফেস মাস্ক বাধ্যতামূলক করল পাকিস্তান

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে জনাকীর্ণ প্রকাশ্য স্থানে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে পাকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক করার ঘোষণা এমন দিনে এলো যেদিন দেশটিতে এক দিনে রেকর্ড ৩,০৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এটাই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যেসব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এর মধ্যে রয়েছে মসজিদ, বাজার, শপিং মল ও সব ধরনের গণপরিবহন। মন্ত্রণালয়ের তথ্যানুসারে,  পাকিস্তানে এখন পর্যন্ত অন্তত ৬৯,৪৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১,৪৮৩ জনের। সিএনএন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর