মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

সময়ের আগেই মহাশূন্য স্টেশনে পৌঁছল এলনের রকেট

সময়ের আগেই মহাশূন্য স্টেশনে পৌঁছল এলনের রকেট

স্পেসএক্সের রকেটে চেপে ১৯ ঘণ্টায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পৌঁছে গেছেন মার্কিন দুই নভোচারী। রবার্ট এল বেনকেন এবং ডগলাস জি হার্লে। নাসার সহযোগিতায় ব্যক্তিগত উদ্যোগে অর্থাৎ টেক জায়ান্ট এলান মাস্কের মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএস্কের পাঠানো রকেটটির ক্যাপস্যুল ‘ক্রু ড্রাগন’ রবিবার নির্ধারিত সময়ের আগেই আইএসএসের সঙ্গে নিখুঁতভাবে যুক্ত হয় (ডকিং)। প্রাথমিকভাবে জানানো হয়েছিল পুরো কাজটিই হবে স্বয়ংক্রিয়ভাবে। বাস্তবে হয়েছেও তাই। তবে দুই নভোচারী বেনকেন ও হার্লে পরে ম্যানুয়াল কার্য সম্পাদন করেন। সেই কাজ নিখুঁতভাবেই করেন তাঁরা। অবশ্য বেশিরভাগ কাজ হয় স্বয়ংক্রিয়ভাবে। ক্রুদের বহনকারী ড্রাগন ও আইএসএসের দরজা বাংলাদেশ সময় রবিবার বিকাল ৬টা দুই মিনিটে এক সঙ্গে খুলে যায়। এরপর ড্রাগন থেকে দুই নভোচারী আইএসএসে প্রবেশ করেন। এ সময় তাদের অভ্যর্থনা জানান,  আইএসএস কমান্ডার মার্কিন নভোচারী ক্রিস কাসিডি এবং সেখানে আগ থেকে অবস্থান করা রুশ মহাকাশচারী আনাতলি ইভানিশিন ও ইভান ভেগনার। দীর্ঘ ন’বছর পরে এই প্রথম আমেরিকা থেকে যাত্রা করে মার্কিন কোনো মহাকাশযান আইএসএসে এসে ভিড়ল।

সর্বশেষ খবর