মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

নওয়াজ শরীফের শারীরিক অসুস্থতা নিয়ে প্রশ্ন

নওয়াজ শরীফের শারীরিক অসুস্থতা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের একটি ক্যাফেতে চা পান করছেন- সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর ফলে নওয়াজের শারীরিক অসুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দুর্নীতির মামলায় আদালতের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। গতকাল এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গেছে, পাকিস্তানের তিনবারের প্রধামন্ত্রী ৭০ বছর বয়সী নওয়াজ লন্ডনের একটি সড়কের পাশে ক্যাফেতে বসে চা পান করছেন। সেখানে তার নাতনিদেরও দেখা গেছে। এ সময় নওয়াজকে নীল রঙের একটি জামা ও টুপি পরে থাকতে দেখা গেছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের এই নেতার শারীরিক অবস্থাও ভালো মনে হয়েছে। বেশ কয়েকটি দুর্নীতির মামলার আসামি নওয়াজকে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ সরকারের প্যানেল চিকিৎসকরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর আদালত তাকে চার সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতি দেয়। এ নির্দেশনার পর গত বছর নভেম্বরে পাকিস্তান ছেড়ে লন্ডন যান নওয়াজ। নওয়াজের চিকিৎসকদের দাবি, নানা জটিল রোগে ভুগছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর