বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বাড়াবে মৃত্যু

করোনায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বাড়াবে মৃত্যু

তেদরোস আধানম গেব্রিয়াসিস

সাধারণত ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক। যা কখনো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। ভাইরাসকে কাবু করতে ব্যবহার করা হয় টিকা বা ভ্যাকসিন। কিন্তু গোটা বিশ্বে এখন মৃত্যুযম নিয়ে হাজির হয়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত প্রায় চার লাখ মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। হাজার হাজার মানুষ প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে। বিকল্প বা সহায়ক চিকিৎসায় অনেককেই সুস্থ করে বাড়ি ফেরানো গেলেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভাইরাসের সংক্রমণ! আর অন্ধকারে ঢিল ছুড়তে গিয়ে অনেকে ব্যবহার করছেন অ্যান্টিবায়োটিক। আর সেটি নিয়ে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনাভাইরাস মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহারের কারণে মৃত্যু বাড়বে বলে মন্তব্য করেছেন ডব্লিউএইচওর মহাসচিব তেদরোস আধানম গেব্রিয়াসিস। তার মতে, যাচ্ছে তাই অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করবে। সোমবার জেনেভায় সংস্থাটির সদর দফতরে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তেদরোস আধানম বলেন, করোনার কারণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে গেছে। অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহারের কারণে ব্যাকটেরিয়ার প্রতিরোধক্ষমতার হারও বাড়বে। এর ফলে মহামারী ও মহামারী-পরবর্তী মৃত্যুহার বেড়ে যাবে। ডব্লিউএইচও জানিয়েছে, ব্যাকটেরিয়ার সংক্রমণের হুমকি মোকাবিলায় মাত্র কিছু সংখ্যক কভিড-১৯ রোগীর অ্যান্টিবায়োটিক প্রয়োজন। সংস্থাটি চিকিৎসকদের জন্য ইস্যু করা দিকনির্দেশনায় যেসব ব্যক্তির কভিড-১৯ এর মৃদু উপসর্গ কিংবা অল্প অসুস্থতা রয়েছে তাদের অ্যান্টিবায়োটিক না দেওয়ার কথা বলেছে।

সর্বশেষ খবর