বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা
করোনায় কাবু

তালেবানের নেতৃত্ব মোল্লা ওমরের ছেলের হাতে

কলকাঠি নাড়ছে আইএসআই

তালেবানের নেতৃত্ব মোল্লা ওমরের ছেলের হাতে

ছবিতে তালেবান যোদ্ধারা

বাবা ছিলেন আফগানিস্তানে তালেবানের প্রতিষ্ঠাতা। যারা একসময়  দেশটিকে শাসনও করত। সেই তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মুহাম্মদ ওমর বা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব সেই অর্থে ‘বাপ কা বেটা’ কোনো কালেই ছিল না। বাবার মৃত্যুর পর ‘তালিব’দের ওপর খবরদারি করার ইচ্ছা থাকলেও সংগঠনের শীর্ষে পৌঁছাতে পারেননি তিনি। কিন্তু এবার সেটা অনেকটা পেয়ে গেলেন। অবশ্য এ ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির প্রাক্তন প্রধান রহমতোল্লা নবিল টুইট করে দাবি করেছেন, তালেবানের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মোল্লা ইয়াকুব। তালেবানের শীর্ষ নীতিনির্ধারক কমিটি বা ‘সুরা’র বেশ কয়েকজন শীর্ষ ও প্রবীণ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দফতরেও থাবা বসিয়েছে করোনা। সেখান থেকে বেশ কয়েকজন শীর্ষ নেতাকে পাকিস্তান ফেরত পাঠানো হবে। এ ছাড়াও দলের শীর্ষ পদের দাবি নিয়ে সংগঠনটির মধ্যে দেখা দিয়েছে গোষ্ঠী সংঘর্ষ। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর মদদে তালেবানের পতাকা ইয়াকুবের হাতে। বিশ্লেষকদের মতে, তালেবানের শীর্ষ স্তরে এই পরিবর্তন অত্যন্ত টালমাটাল সময়ে হয়েছে।

সর্বশেষ খবর