বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

ধনী শহরে বিনামূল্যে খাবারের জন্য মাইল লম্বা লাইন!

ধনী শহরে বিনামূল্যে খাবারের জন্য মাইল লম্বা লাইন!

বিশ্বের অন্যতম ধনী শহরের নাম সুইজারল্যান্ডের জেনেভা। আর সেই শহরই এখন ভুগছে তীব্র অর্থ সংকটে। আর তাই খাবার সংগ্রহ করতে পড়ে যাচ্ছে এক মাইল লম্বা লাইন। রাত ২টা থেকে লাইন শুরু হলে সকাল ৭টার মধ্যেই সেই লাইন এতটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আর লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেরই বক্তব্য একটু সাহায্য চাই। পরিবারের  লোকজন না খেয়ে রয়েছে। কেউ আবার বাচ্চা কোলে নিয়েই লাইনে দাঁড়িয়েছে। কেউ বা হুইলচেয়ারে। কিন্তু কেন বিশ্বের অন্যতম ধনী শহরের এই অবস্থা? জানা গেছে, আসলে করোনা নয়, অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়াতেই জেনেভার এই হাল।

সর্বশেষ খবর