শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

জুনের মাঝামাঝি ভারতে দিনে ১৫ হাজার করে আক্রান্ত হবে

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। চলতি মাস অর্থাৎ জুনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রত্যেকদিন বাড়বে। শুধু তাই নয়, জুন মাসের মাঝামাঝি সময়ে দিনে ১৫ হাজার করে বাড়বে। চীনের একদল গবেষক নিয়ে তৈরি করোনা মহামারী সংক্রান্ত আন্তর্জাতিক পূর্বাভাস মডেল অনুসারে ভয়ঙ্কর এই পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের ল্যানঝাউ বিশ্ববিদ্যালয়ের তৈরি এই মডেল গ্লোবাল কভিড-১৯ প্রেডিক্ট সিস্টেম ১৮০ দেশের দৈনিক পূর্বাভাস দিয়ে থাকে। সেই অনুযায়ী এই পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রত্যেকদিন হু হু করে বাড়ছে। এই অবস্থায় পূর্বাভাসে স্বভাবতই  বেড়েছে উদ্বেগ। এই গবেষণা সংস্থা আগেও করোনা নিয়ে ভারতকে সতর্ক করেছিল। বিজ্ঞানীরা ভারতের ক্ষেত্রে  ফোরকাস্ট মডেলে গত ২ জুন ৯ হাজার ২৯১ জনের আক্রান্ত হওয়ার পূর্বাভাস দিয়েছিল। পুরোটা না হলেও কিছুটা মিলে যায় সেই পূর্বাভাস। ভারতের সরকারি তথ্য অনুসারে ওই দিন একদিনে সবচেয়ে বেশি- গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৮,৯০৯।

সর্বশেষ খবর