শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

গণতন্ত্রের ধাক্কায় কুপোকাত ট্রাম্প

গণতন্ত্রের ধাক্কায় কুপোকাত ট্রাম্প

গণতন্ত্রের দাওয়াই যে কতটা কড়া তা এবার টের পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অরেকটা ঠেলায় পড়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ফৌজ সরিয়ে নিতে হলো তাকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন স্থানীয় সময়, বৃহস্পতিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ফৌজের এলিট বাহিনী ৮২ এয়ারবোনের কয়েকশো জওয়ানকে ব্যারেকে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই তারা নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রেগ সেনাঘাঁটিতে ফিরে যাবে। উল্লেখ্য, মিনিসোটায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড খুন হওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আমেরিকা। প্রায় গোটা দেশেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ। অনেক ক্ষেত্রেই তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, হোয়াইট হাউসের গোপন বাংকারে লুকাতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। এ অবস্থায় রাজধানী ওয়াশিংটন ডিসির সুরক্ষায় ন্যাশনাল গার্ডের পাশপাশি এলিড ফোর্স মোতায়েন করার নির্দেশ দেন ট্রাম্প।

এদিকে, নিরীহ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফোর্স মোতায়েন নিয়ে সরব হয়েছেন দেশের সাবেক সেনাপ্রধান জন এলেন, মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের প্রেসিডেন্ট মার্ক মাইলে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস-সহ অনেকেই। শুধু তাই নয়, জওয়ানদের উদ্দেশে মাইলে স্পষ্ট বার্তা দেন, শান্তিপূর্ণভবে জমায়েত করে বিক্ষোভের অধিকার সবার আছে। এটাই আমেরিকা। সবাইকে সংবিধানের মূল্যবোধ তুলে ধরতে হবে। বুধবার হোয়াইট হাউসে যান বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। বিশ্লেষকদের মতে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ট্রাম্পের ফৌজ মোতায়েনের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই। বিশ্বের অন্য প্রান্তে গণতন্ত্রের প্রতি বিশেষ সম্মান না দেখালেও নিজের দেশে সাংবিধানিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় অতি তৎপর মার্কিনিরা। ফলে একনায়কতন্ত্র ফলাতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ খবর