শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

ফের দানা বাঁধছে নিম্নচাপ বঙ্গোপসাগর উত্তাল

ঘূর্ণিঝড় আম্ফানের তা-বের স্মৃতি এখনো টাটকা। ঝড়-বিধ্বস্ত ভারত ও বাংলাদেশের এলাকাগুলোতে ত্রাণের হাহাকার জারি। এরই মধ্যে আবারও বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। আগামী সপ্তাহের শুরুতে এই নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা  সেটা এখনই বলা সম্ভব নয়। তবে ভারতের আবহাওয়া বিভাগ এই নিম্নচাপ নিয়ে এখনই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন।  নিম্নচাপ তৈরি হলে তার গতিপ্রকৃতির ওপর নজর রাখা হবে। নিম্নচাপ আবারও ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা সেদিকে খেয়াল রাখবে আবহাওয়া দফতর।  সেই মতো কার্যক্রম সাজানো হবে।

কয়েকদিন আগেই সাইক্লোন আম্ফানের তান্ডব লন্ডভন্ড করে দিয়েছে বাংলার একাংশকে। এখনো সেই স্মৃতি বঙ্গবাসীর মনে টাটকা। আগাম পূর্বাভাস পেয়ে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। তবে ঝড়ে ক্ষতি এড়ানো যায়নি।

সর্বশেষ খবর