সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

যুক্তরাষ্ট্রে পুলিশি বর্বরতা এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ এখনও চলছে। মার্কিন সমাজে আশানুরূপ পরিবর্তন না আসা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে খবর এলো দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা গত এক বছরের মধ্যে বেশ কমেছে। হিলহ্যারিসএক্স এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা ৬ শতাংশ কমে ৪৪ শতাংশে পৌঁছেছে।

চলমান এ বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীরা চাইছেন, মার্কিন সমাজে সংখ্যালঘুদের সঠিক প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করতে। বিক্ষোভের পাশাপাশি আরও নানা কৌশল নিয়ে ভাবা হচ্ছে। এদিকে সমীক্ষায় দেখা গেছে, দেশের ৫৬ শতাংশ মানুষই ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। গত এক বছরে কখনো তার জনপ্রিয়তা এতটা নিচে নামেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর গত সোমবার থেকে শনিবার পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়েছে।

সর্বশেষ খবর