মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

সিঙ্গাপুরে আক্রান্তদের অর্ধেক উপসর্গহীন

সিঙ্গাপুরে আক্রান্তদের অর্ধেক উপসর্গহীন

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের অর্ধেকের মধ্যেই এখন কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে দেশটির করোনাভাইরাস টাস্কফোর্সের সহকারী প্রধান লরেন্স ওং।  সেজন্য দেশটিতে খুব দ্রুতই করোনার বিস্তার ঠেকাতে আরোপকৃত কড়াকড়ি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্স। সিঙ্গাপুরে প্রায় দুই মাসের লকডাউনের পর স্কুল এবং কিছু ব্যবসা বাণিজ্য চালু করা হলেও অনেক বাসিন্দাই এখনো বাড়ি থেকে কাজ করছেন।

গতকাল রয়টার্সকে লরেন্স বলেন, আমাদের অভিজ্ঞতা বলে, প্রতিটি লক্ষণযুক্ত শনাক্তের বিপরীতে কমপক্ষে একটি উপসর্গহীন কেস আছে। সে কারণে আমরা খুব সতর্ক হয়ে পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছি। সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর করোনাভাইরাসের পরীক্ষা বেশি পরিমাণে করানোর ফলে এটি উদঘাটন করা  গেছে। সিঙ্গাপুর এর আগে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা প্রকাশ করেনি। গত দুই সপ্তাহে কভিড-১৯ পজিটিভ হয়েছেন ৬ হাজার ২৯৪ জন, যাদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক। কিছু বিশেষজ্ঞ বলছেন, উপসর্গ দেখা না দিলেও আক্রান্ত কেউ ভাইরাস ছড়িয়ে দিতে পারে দেখে মহামারীটি নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জের। দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের ডরমেটরিতে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয়। ছোট দেশ হলেও এশিয়া মহাদেশের মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম এটি। দেশটিতে এ পর্যন্ত ৩৮ হাজারের  বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশই প্রবাসী শ্রমিক।

 

সর্বশেষ খবর