মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

বর্ণবাদবিরোধী বিক্ষোভে দুশ্চিন্তায় ট্রাম্প শিবির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ মাসও সময় বাকি নেই। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রেই এক লাখেরও বেশি মানুষ মারা গেছে। আর  কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ১৩ দিন পার হয়ে গেলেও বর্ণবাদবিরোধী আন্দোলনে কাঁপছে গোটা দেশ। এমন পরিস্থিতিতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ফের কি হোয়াইট হাউসে ফিরতে পারবেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মার্কিন রাজনীতি অঙ্গনে। ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে ট্রাম্পকে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। যদিও ট্রাম্পের দাবি, গতবারের নির্বাচনের মতো এবারও সব প্রদেশে জিতব। তবে নির্বাচনকে সামনে রেখে করোনা পরিস্থিতি ও কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় বিক্ষোভ-এই দুই ঘটনায় রীতিমতো চিন্তায় ট্রাম্প শিবির। জনমত জরিপে ট্রাম্প পিছিয়ে পড়ার বিষয়টি সামনে আসে। যদিও বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিচ্ছেন না তিনি। বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিওকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গতবারে সব প্রদেশে হারিয়ে ছিলাম হিলারি ক্লিনটনকে। এবারও সব প্রদেশে জিতব।

উল্লেখ, গতবার হিলারি ক্লিনটনকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প যে বাইডেনের কাছে হারতে চলেছেন, এমন ধারণা দূর করতে উঠেপড়ে লেগেছেন তিনি। জানা যাচ্ছে, এজন্য প্রচার কৌশল বানাতে বলেছেন সহযোগীদের।

সর্বশেষ খবর