মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

বাইডেনকে সমর্থন রিপাবলিকান কলিন পাওয়েলের

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে ভোট দেবেন বলে জানিয়েছেন। কলিন পাওয়েল বলেন, আমি এ বছর  কোনোভাবেই প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে পারি না। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পাওয়েল বলেন, ‘আমি বাইডেনের সামাজিক এবং রাজনৈতিক মতকে সমর্থন করি। আর তার সঙ্গে গত ৩৫ বছর থেকে ৪০ বছর ধরে কাজ করছি’। গত নির্বাচনে ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাটের হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছিলেন বলে জানান পাওয়েল। বাইডেন এক টুইট বার্তায় এজন্য কলিন পাওয়েলকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী প্রতিবাদের মুখে সরব হয়েছেন অনেক রিপাবলিকান ও সামরিক নেতা। ট্রাম্পের সমালোচনায় মুখর হয়ে এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পাওয়েলও। ১৯৯১ সালে জর্জ বুশের শাসনামলে ইরাক যুদ্ধের নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান কলিন পাওয়েল। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক প্রতিরক্ষা সেক্রেটারি জেমস ম্যাটিস বলেছিলেন, ট্রাম্প জীবদ্দশায়  দেখা প্রথম প্রেসিডেন্ট, যিনি জাতিকে বিভক্ত করতে চেষ্টা করছেন। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ‘সব সময় মিথ্যা কথা বলেন’ ও তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ‘সরে গেছেন’ বলে অভিযোগ করেছেন পাওয়েল। এর জবাবে রবিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘কলিন পাওয়েল একজন সত্যিকারের কট্টর লোক। তিনি আমাদের মধ্যপ্রাচ্যের ধ্বংসাত্মক যুদ্ধে নামার জন্য অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। এবার কঠোর  ঘোষণা দিয়েছেন যে স্লিপি জো বাইডেনকে তিনি ভোট দেবেন।’

 

সর্বশেষ খবর