মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ন্ত্রণে আনার দাবি কিউবার

কিউবায় টানা ৮ দিন কভিড-১৯ এ কারও মৃত্যু না হওয়ায় করোনাভাইরাস মহামারী ‘নিয়ন্ত্রণে এসেছে’ দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। কিউবার রাষ্ট্রপ্রধানের এই ঘোষণা আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে লকডাউন শিথিলের পথ দেখাচ্ছে।

১ কোটি ১২ লাখ মানুষের দেশে এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৩ জন। ১ হাজার ৮৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, করোনা রোগী আছে আর মাত্র ২৪৪ জন। তবে ২৮ মে থেকে নতুন সংক্রমণের হার কিছুটা বেড়েছে। তাই এখনই দেশবাসীকে আত্মতৃপ্তিতে না ভুগতে পরামর্শ দিলেন দিয়াজ-কানেল, ‘কী করে অবশিষ্ট সংক্রমণ দূর করতে পারব সেদিকে আমাদের পুরো মনোযোগ দিতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠানের অযোগ্যতা ও দুর্বল কার্যকারিতার কারণে আবার সংক্রমণ ফিরে আসতে পারে।

সর্বশেষ খবর