বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

‘সিএএ বিরোধিতার জন্য মমতাকে মূল্য দিতে হবে’

দীপক দেবনাথ, কলকাতা

‘সিএএ বিরোধিতার জন্য মমতাকে মূল্য দিতে হবে’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতা করায় রাজনৈতিকভাবে বড় মূল্য চোকাতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিমত বাংলার মানুষই আগামী নির্বাচনে মমতাকে রাজনৈতিক উদ্বাস্তু করে দেবে। গতকাল দিল্লি থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন অমিত শাহ। 

গত ডিসেম্বরে ভারতের সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়। কিন্তু কংগ্রেস, তৃণমূল, সিপিআইএমসহ বিরোধী দলগুলোর দাবি ধর্মের ভিত্তিতে করা এই নতুন নাগরিকত্ব আইন তারা কোনোভাবেই মানবে না। আইন প্রত্যাহারের দাবিও জানিয়েছে বিরোধীরা। তবে এই আইন নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছে মমতা ব্যানার্জি। তিনি জানিয়ে দেন কোনোভাবেই এ রাজ্যে তা লাগু করা হবে না।  সেই প্রসঙ্গ তুলেই এদিন অমিত শাহ বলেন ‘দেশভাগের পর কয়েক কোটি মানুষ, শরণার্থী প্রতিবেশী রাষ্ট্র থেকে এদেশে চলে এসেছেন। গত ৭০ বছর ধরে তারা ভারতেই রয়েছেন। তাদের কোনো আইনি অধিকার নেই, তাদের কোনো পরিচিতি নেই। কোনো সরকারই তাদের কোনো খোঁজ খবর নেয়নি কারণ তোষণের রাজনীতি করতে হবে। কিন্তু মোদি সরকার ক্ষমতায় এসেই ২০১৯ সালে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আইন এনেছে।’ আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। কিন্তু করোনাভাইরাস ও লকডাউনের আবহে নিষিদ্ধ সব মেলামেশা, জমায়েত, সভা-সমিতি। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একদিকে দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি মমতা ব্যানার্জি ও তার দল তৃণমূল কংগ্রেসকেও শুরু থেকেই তোপ দাগেন বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

রাজ্যে রাজনৈতিক সহিংসতার অভিযোগ এনে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গই দেশে একমাত্র জায়গা যেখানে কভিড-১৯ এর মধ্যেও রাজনৈতিক সহিংসতা হয়। ২০১৪ সাল থেকে পরিবর্তনের জন্য লড়াইয়ে ১০০ বেশি দলীয় কর্মী নিহত হয়েছে হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক সহিংসতাকে রাজ্যের বাইরে রেখে আসবে।’

তার অভিমত ‘রাজ্যে ফের পরিবর্তন দরকার। যারা রাজ্যে উন্নয়নের লক্ষ্যে ৩৪ বছরের বাম শাসনের পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন তারাও এখন বলছে যে তৃণমূলের চেয়ে বামেরাই ভালো ছিল। আপনারা বামফ্রন্টকে ৩৪ বছর দিয়েছেন, তৃণমূলকে ১০ বছর দিয়েছেন। এবার মোদিজিকে এবার সুযোগ দিয়ে দেখুন। বিহারে এনডিএ ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যের মতো একটু দুর্বল রাজ্যেরও পরিবর্তন হয়েছে। তিন বছরে উত্তর প্রদেশও সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

সর্বশেষ খবর