বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

দক্ষিণের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে উত্তর  কোরিয়া। প্রতিবেশী দেশ দুটির মধ্যকার সব ধরনের আন্তকোরীয় যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। এমন কী দু’দেশের নেতাদের যোগাযোগের হটলাইনও বন্ধ থাকবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ দেশ হিসেবে উল্লেখ করে উত্তর  কোরিয়া জানিয়েছে, প্রথম দফায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে  যোগাযোগ ছিন্ন করছে তারা। এরপর আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর কোরিয়াবিরোধী লিফলেট পাঠানো বন্ধে দক্ষিণ কোরিয়ার ব্যর্থতায় দেশটির ওপর চাপ বাড়াতে পিয়ংইয়ং এ পদক্ষেপ নিচ্ছে।

বিবিসি জানায়, উত্তর কোরিয়ার কায়েসং সীমান্ত শহরের লিয়াজো অফিসে প্রতিদিনের ফোনকলও মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ২০১৮ সালে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এই লিয়াজো অফিস খোলা হয়েছিল। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি হলেও দুই কোরিয়ার মধ্যে এখনো কোনো শান্তিচুক্তি হয়নি। আদতে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এখনো যুদ্ধাবস্থা বিরাজ করছে।

সর্বশেষ খবর