বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

করোনামুক্ত তানজানিয়া

বিশ্বের করোনামুক্ত দেশগুলোর তালিকায় এবার যুক্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া। দেশটির প্রেসিডেন্ট জন ম্যাগফুলি সোমবার নিজের দেশকে করোনামুক্ত দাবি করেন। খবর আল জাজিরা। রাজধানী দোদোমা’র এক গির্জায় দেওয়া ভাষণে ম্যাগফুলি বলেন, ‘দেশ মহামারী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’ তিনি আরও বলেন, মূলত মহান সৃষ্টিকর্তার উদ্দেশে দেশবাসীর প্রার্থনা ও উপবাসের কারণে বৈশ্বিক এই মহামারী থেকে মুক্তি মিলেছে তাদের। স্থানীয় জামভি টিভিতে দেওয়া ভাষণে ম্যাগফুলি বলেন, ‘সৃষ্টিকর্তাকে সব সময়ে সব কিছুর উপরে রাখে, এমন একটি দেশের নেতা হতে পেরে আমি গর্বিত। সৃষ্টিকর্তা তানজানিয়াকে ভালোবাসেন। শয়তানের সব কুটচাল তানজানিয়ায় বিফল হবে, কারণ তানজানিয়ার সঙ্গে সৃষ্টিকর্তা রয়েছেন। সে কারণেই করোনাকেও পরাজিত করতে সক্ষম হয়েছে তানজানিয়া।’

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, করোনা মুক্তির ক্ষেত্রে তানজানিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ছাড়া দেশটি করোনা পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচওকে তথ্য পাঠানো বন্ধ করার ফলে সেখানকার বাস্তব করোনা পরিস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর