বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানের রাশ ধরতে চলেছে সেনা!

পাকিস্তানের রাশ ধরতে চলেছে সেনা!

কাগজে-কলমে গণতান্ত্রিক দেশ পাকিস্তান। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর প্রায় ৭৩ বছরের ইতিহাসে সেনাশাসকদের হাতে দেশটি বহুবার লাঞ্ছিত হয়েছে গণতন্ত্র। ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা থেকে শুরু করে ১৯৯৯ সালে পারভেজ মুশাররফ, নির্বাচিত সরকার হেলায় ভেঙে ক্ষমতা দখল করতে কোনো দ্বিধাবোধ করেননি কেউই। বর্তমানের ইমরান খান সরকারের সঙ্গেও কী তেমনটাই হতে চলেছে? করোনা মহামারীর আবহে উঠছে এমন প্রশ্নই। বিগত দুমাসে খোদ ইসলামাবাদের অন্দরে ঘটা একাধিক ঘটনায় জোরালো হচ্ছে তেমন আশঙ্কাই। ক্ষমতায় আসার পর নতুন পাকিস্তানের স্বপ্ন দেখিয়েছিলেন ইমরান খান। বর্তমানে অর্থনীতির যা পরিস্থিতি তাতে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ইমরান খানের জনপ্রিয়তা কমেছে সেই সঙ্গে। তাই ফের নতুন করে সেনাবাহিনী পাকিস্তানের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। করোনা মহামারীর মধ্যেই পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছে সাবেক ও বর্তমান সেনা অফিসাররা। এমনকি বিশেষজ্ঞরা বলছেন, অফিশিয়ালি না হলেও পাকিস্তান ইতিমধ্যেই জেনারেলদের নিয়ন্ত্রণে চলে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুুমবার্গ সম্প্রতি এই বিষয়ের ওপর আলোকপাত করেছে। ওই সংবাদ মাধ্যম দেখিয়েছে কীভাবে ক্রমশ সেনাবাহিনীর দখলে চলে যেতে বসেছে পাকিস্তানের প্রশাসন।

সর্বশেষ খবর