শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ২০ রাজ্যে বাড়ছে করোনার প্রকোপ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে ২০ রাজ্যে বাড়ছে করোনার প্রকোপ

মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি দুই/এক ঘণ্টা পরপর হাত সাবান দিয়ে ধোয়া অথবা স্যানিটাইজার ব্যবহার করলে করোনাভাইরাস পুনরায় বিস্তারের যে আশঙ্কা করা হচ্ছে তা আর গ্রাস করতে পারবে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো সবাই যদি এই ভাইরাসকে আবারো অবজ্ঞা করে তাহলে সেপ্টেম্বরের মধ্যে আরও এক লাখ আমেরিকানের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। হার্ভার্ডের স্বাস্থ্য নীতি বিশেষজ্ঞ ড. আশীষ ঝাহ ১০ জুন বুধবার এ আশঙ্কা প্রকাশ করেছেন সবাইকে সজাগ থাকার জন্য। উল্লেখ্য, জোন্স হপকিন্স ইউনিভার্সিটির ড্যাটা অনুযায়ী ইতিমধ্যেই এক লাখ ১২ হাজার ৮৯৫ (বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত) জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২০ লাখ।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কয়েক সপ্তাহ থেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে, দ্বিতীয় পর্যায়ে আরও ভয়াবহ আকারে করোনাভাইরাসের বিস্তার ঘটতে পারে আমেরিকায়। স্বাস্থ্যনীতির তোয়াক্কা না করে অনেক স্টেটে লকডাউন উঠিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে চিকিৎসা বিজ্ঞানীর সে আশঙ্কার প্রতিফলন ঘটেছে ইতিমধ্যেই। সর্বশেষ তথ্য অনুযায়ী আরিজোনা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, হাওয়াই, ফ্লোরিডা, কেন্টাকি, মিসিসিপি, মন্টানা, নর্থ ক্যারলিনা, ওরেগন, সাউথ ক্যারলিনা, টেক্সাস, মিশিগান, নেভাদা, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ভারমন্ট, ওয়াশিংটন এবং ইউটাহ-এই ২০ স্টেটে ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। আরিজোনা স্টেটে নতুন করে সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে।

সর্বশেষ খবর