শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

ইংল্যান্ডে আরও শিথিল হচ্ছে লকডাউন

যুক্তরাজ্য প্রতিনিধি

ইংল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতিতে আরোপিত লকডাউন আরও শিথিল হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, শনিবার থেকে ইংল্যান্ডে একাকী বসবাসকারীরা একে অন্যের ঘরে যাওয়া এমনকি আত্মীয়-স্বজনদের ঘরে রাতযাপন করতে পারবেন। এতে সামাজিক দূরত্ব বজায় না রাখলেও চলবে। ১৮ বছরের বেশি বয়সী পরিবারের সদস্যরা তাদের দাদা-দাদি, নানা-নানী এবং বাবা-মায়ের সঙ্গে গিয়ে দেখা করতে পারবেন। প্রয়োজনে রাতযাপনেরও সুযোগ রয়েছে বলে বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জনসন। লোকজনের নিঃসঙ্গতা কাটাতে এসব পদক্ষেপ ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশটির বেশির ভাগ শিশুদের সেপ্টেম্বরের আগে স্কুলে যেতে হবে না।  এদিকে, আগামী ১৫ জুন থেকে অতি-প্রয়োজনীয় নয় দেশটির এমন দোকানপাট খুলে দেওয়া হচ্ছে। এর ফলে বেকার হয়ে বসে থাকা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

সর্বশেষ খবর