শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

ভাঙা পড়ছে ইতিহাসের অনেক ‘নায়কের’ মূর্তি

ভাঙা পড়ছে ইতিহাসের অনেক ‘নায়কের’ মূর্তি

করোনার ভয়কে ছাপিয়ে পৃথিবীকে নতুন করে কাঁপাচ্ছে বর্ণবাদবিরোধী বিপ্লব। শ্বেতাঙ্গ মার্কিন পুলিশের হাতে অশ্বেতাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ভাঙা পড়ছে ইতিহাসের অনেক ‘নায়কের’ মূর্তি। নিউজিল্যান্ডে এক সময় কঠিন শাসন কায়েম করেন ব্রিটিশ ক্যাপ্টেন জন ফেন চার্লস হ্যামিল্টন। ১৮৬৪ সালে গেট পের যুদ্ধের সময় আদিবাসী মাওরিদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে। গতকাল নিউজিল্যান্ডের বিক্ষুব্ধরা তার মূর্তিটি ভেঙে সরিয়ে নেয়। শুধু নিউজিল্যান্ড নয় ব্রিটেন,  বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই ভাঙা পড়ছে উপনিবেশ নেতাদের মূর্তি           -এএফপি

সর্বশেষ খবর