শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ধরে রাখার প্রয়োজন দেখেন না কিম

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ধরে রাখার প্রয়োজন দেখেন না কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার কথিত সুসম্পর্ক আর ধরে রাখার প্রয়োজন দেখছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। আর ওয়াশিংটন থেকে যথেষ্ট সাড়া না পাওয়ায় এ সম্পর্ক এখন হতাশায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি সন-গোন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে তিনি বলেন, ‘দুই বছর আগে উন্নত সম্পর্কের যে আশা বাতাসে উড়েছিল তা এখন হতাশায় পরিবর্তিত হয়েছে। এমনকি কোরীয় উপদ্বীপে শান্তি-সমৃদ্ধির জন্য আশার একটা সূক্ষ্ম রশ্মিও অন্ধকার দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নকে বরাবরই নিজের অন্যতম অর্জন বলে প্রচার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী নভেম্বরেই ফের নির্বাচনে লড়তে যাচ্ছেন তিনি। তবে এবার বিনিময়ে কিছু না পেলে অর্জনের দাবিযোগ্য আর কোনো কিছু ট্রাম্পকে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কোরীয় মন্ত্রী। বছর দুয়েক আগে সিঙ্গাপুরে যে হাত ধরাধরি শুরু করেছিলেন ট্রাম্প-কিম, তা এখনো ধরে রাখার দরকার আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন এ নেতা।

সর্বশেষ খবর